নিউজ ডেস্ক:
বাজারে এখনো আইফোন এইট আসেনি। এরইমধ্যে এর ফিচারগুলো নকল করে ফেলা হয়েছে। চীনে আইফোন এইটের ‘ক্লোন’ পাওয়া যাচ্ছে। যেটির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ১৮২ টাকা।
আইফোন বিশেষজ্ঞ বেঞ্জামিন জেসকিন টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন আইফোন এইট’র। সেখানে এর সমস্ত ফিচার্স জনসমক্ষে আনা হয়। ধারণা করা হচ্ছে, সেগুলো থেকেই নকল আইফোন তৈরি করা হয়েছে।
খালি চোখে পার্থক্য ধরা মুশকিল। তবে খুব সূক্ষ্মভাবে দেখলে পার্থক্য ধরা পড়বে ক্যামেরা এবং ব্যাক কভারে। তারপরও অ্যাপলের নিজস্ব দোকান থেকেই আইফোন কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।