বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১০ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়ছেন পেপে !

নিউজ ডেস্ক:

রিয়াল মাদ্রিদের হয়ে ১০ বছর খেলার পর এবার ক্লাবটি ছাড়তে যাচ্ছেন পেপে। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ইনস্টাগ্রামে সান্তিয়াগো বার্নাব্যুয়ের সমর্থকদের উদ্দেশে বিদায়ী পোস্ট দিয়েছেন পর্তুগিজ এই ডিফেন্ডার।

পেপে আশা করছিলেন ক্লাবটি তাকে আরও দুই বছর থাকার জন্য প্রস্তাব দেবে। কিন্তু মাত্র এক বছরের প্রস্তাব পাওয়ায় সোমবার জানালেন, রিয়ালে থাকা হচ্ছে না তার। আগামী মাসেই শেষ হচ্ছে বর্তমান চুক্তি।

পেপের পরবর্তী ঠিকানা হতে পারে ফরাসি ক্লাব পিএসজি। সম্ভাবনা আছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলারও।  রিয়াল ছাড়া নিয়ে মঙ্গলবার ইনস্টাগ্রামে পেপে লিখেন, “আজ, ১০ বছর পর আমি এই ব্যাজ পরা বন্ধ করবো। প্রত্যেক দিন আমি এই শার্ট পরতাম। ”

এত দিন পাশে থাকায় ভক্ত সমর্থক, সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রিয়ালের হয়ে তিনটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতা ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। মাঠে অসদাচরণের কারণে প্রায়ই সমালোচিত হতে হয়েছে পেপেকে। তা সত্ত্বেও রিয়াল সমর্থকদের অন্যতম প্রিয় খেলোয়াড় ছিলেন তিনি।

সূত্র: গোলডটকম

Similar Articles

Advertismentspot_img

Most Popular