বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হ্যামিস্ট্রিংয়ের চোটে আইপিএল শেষ ম্যাককালামের !

নিউজ ডেস্ক:

এমনিতেই মৌসুমটা ভাল যাচ্ছে না গুজরাট লায়ন্স। এরই মধ্যে শেষ হয়ে গেছে প্লে-অফের আশাও। এবার আরও একটা ধাক্কা খেল গুজরাট। শেষ তিন ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠে পাচ্ছে না নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে।

বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ২০৮ রান করেও হেরে যায় গুজরাট। আর ওই ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাককালামের। আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ৩১৯ রান করেছেন ম্যাককালাম। এখন পর্যন্ত গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গত আসরে করেছিলেন ৩৫৪ রান।

এদিকে ম্যাককালামের বিদায়ে গুজরাটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমে চারজন হয়ে গেল- ডোয়াইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও আরব আমিরাতের চিরাগ সুরি। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডোয়াইন ব্রাভো ও অ্যান্ড্রু টাই। আর জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরে গেছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।

আগামী ৭ মে অ্যাওয়ে ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলবে সুরেশ রায়নার নেতৃত্বাধীন গুজরাট। এছাড়া ১০ মে ঘরের মাঠে দিল্লি ও ১৩ মে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular