নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগের সাইটে নাগরিকদের গতিবিধি শুরু থেকেই নিয়ন্ত্রণ করে আসছে চীন। ২০১৪ সালে প্রথমবারের মতো গুগলের জিমেইল বন্ধ করে দেয় দেশটি। এর মাঝে আরও অনেক সামাজিক যোগাযোগের সাইটকে চীনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের শিকল পরতে হয়েছে। এবার হোয়াটস অ্যাপও বন্ধ করে দিয়েছে চীন। দেশটির নাগরিকরা গতকাল বুধবার থেকে হোয়াটস অ্যাপে ফটো, ভিডিও কিংবা ভয়েসে বার্তা পাঠাতে পারছেন না।
হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এর আগে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট বন্ধ করে দেয় চীন। বিশ্বের অনেক প্রভাবশালী সংবাদমাধ্যমেও প্রবেশাধিকার নেই চীনা নাগরিকদের।
সূত্র : গার্ডিয়ান