নিউজ ডেস্ক:
হোয়াইট হাউসে বারাক ওবামা কাটিয়েছেন ৮ বছর। নিজের প্রথম দিনটি হোয়াইট হাউসে কাটানোর অভিজ্ঞতার ভিডিও টুইট করেছেন ওবামা। পাশাপাশি প্রেসিডেন্ট ওবামা টুইটে লেখেন, ‘প্রত্যেকেই উদ্বেল থাকে প্রথম দিনের হোয়াইট হাউসে রাত কাটানো।’
২০০৯ সালের ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম হোয়াইট হাউসে প্রবেশ করেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই হোয়াইট হাউসই তাঁর বাসভবন ও কর্মস্থল। ওবামার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি। এই হোয়াইট হাউসের ভিতরে প্রেসিডেন্ট ওবামার নিজের কিছু অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করেন। হোয়াইট হাউসের সরকারি টুইটার অ্যাকাউন্টে ওবামা নিজের কিছু ভিডিও শেয়ার করেন। টুইটারে ভিডিও শেয়ারের ১২ ঘণ্টার মধ্যে ১১০০ জন রি–টুইট করার পাশাপাশি ২৭০০ লাইক পড়ে গেছে।
ওবামার শেয়ার করা ভিডিও দেখে একজন টুইটে লেখেন, ‘খুব সুন্দর বাড়ি। ভালো লাগে আপনার কাজের প্রতি শ্রদ্ধা দেখে। খারাপ লাগচ্ছে আমাদের হোয়াইট হাউসে আপনাকে আর দেখা যাবে না।’