নিউজ ডেস্ক:
বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে দলটি শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেলটি পরিদর্শনে যান।
অনুমতি না থাকার পরও হোটেলটিতে কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এর আগে, শনিবার সকাল ১০ টার দিকে ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শনে যান ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির দুই সদস্য। তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন ঘটনাস্থল ঘুরে দেখেন ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীদের একজন। সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে বৃহস্পতিবার সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন।