নিউজ ডেস্ক:
লা লিগায় রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু উল্টো প্রথমে গোল খেয়ে হারের শঙ্কা জাগিয়ে তোলে। তবে রিয়াল বেটিসের বিপক্ষে লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠে ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
রবিবার রিয়াল বেটিসের মাঠে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৭৫ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান বেটিসের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স আলেগ্রিয়া। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন সুয়ারেজ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সহায়তায় হারের হাত থেকে দলকে রক্ষা করেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
এই জয়ের ফলে এক ম্যাচ কম খেলা সেভিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা(২০ ম্যাচ)। দু’দলেরই সমান ৪২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে লুইস এনরিকের শিষ্যরা। অন্যদিক, দুই ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।