ঢাকা থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ সময় তাকে একনজর দেখতে লাখো মানুষের ঢল নামে। তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফুলেল তোরা প্রদান করেন মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম।
আজ শনিবার ( ১৮ জানুয়ারি ) দুপুর দেড়টার দিকে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি।
এদিকে সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী আলোচকরা।
এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। তিনি লালমনিরহাট প্রবেশ করা মাত্র আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত (ওসি) বাদল কুমার বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। এছাড়াও সাদা পোশাকেও টহল অব্যাহত রয়েছে।
‘আমরা আশা রাখছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই মাহফিল সম্পন্ন হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সাথে কাজ করছে’, জানান ওসি বাদল।