বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হেলস-বাটলারকে অ্যাশেজে দেখতে চান মরগান !

নিউজ ডেস্ক:

অ্যালেক্স হেলস ও জশ বাটলারকে আগামী অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে দেখতে চান দেশটির ওয়ানডে অধিনায়ক ইয়োইন মরগান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে অ্যাশেজ নিয়ে কথা বলতে গিয়ে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

মরগান বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী অ্যাশেজ সিরিজে হেলস ও বাটলারকে ইংল্যান্ড দলে দেখতে চাই। এই দু’জনই দুর্দান্ত ব্যাটসম্যান। হেলস-বাটলারের মত ব্যাটসম্যান থাকলে দলের উপকারই হবে।

২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ডান-হাতি ওপেনার হেলস। এরপর ইংল্যান্ডের হয়ে আর কোনো টেস্ট খেলা হয়নি তার। পক্ষান্তরে, দলের হয়ে গেল বছরের শেষদিকে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন বাটলার। এই দু’ব্যাটসম্যানকে আগামী অ্যাশেজ সিরিজের জন্য আবারো টেস্ট দলে দেখতে চান মরগান।

অ্যাশেজের সূচি :

তারিখ ম্যাচ ভেন্যু
২৩-২৭ নভেম্বর ২০১৭ প্রথম টেস্ট ব্রিসবেন
২-৬ ডিসেম্বর ২০১৭ দ্বিতীয় টেস্ট অ্যাডিলেড
১৪-১৮ ডিসেম্বর তৃতীয় টেস্ট পার্থ
২৫-২৯ ডিসেম্বর চতুর্থ টেস্ট মেলবোর্ন
৩-৭ জানুয়ারি পঞ্চম টেস্ট সিডনি

Similar Articles

Advertismentspot_img

Most Popular