নিউজ ডেস্ক:
হৃদরোগের অন্যতম কয়েকটি কারণ হল, অনিয়মিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর ডায়েট, ওবেসিটি, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হৃদরোগ হওয়ার প্রবণতা, প্রভৃতি।
সম্প্রতি গবেষকরা সমীক্ষা করে জানিয়েছেন যে, হৃদরোগের প্রবণতা পুরুষদের তুলনায় নারীদের কম।
এবং পুরুষদের থেকে দেরিতে নারীরা হৃদরোগে আক্রান্ত হয়। কিন্তু কেন এমন হয়, সেই বিষয়টি সম্পর্কে খোলাসা করেছেন তারা।
গবেষকরা জানাচ্ছেন, নারী-পুরুষের শরীরে হরমোন আলাদা আলাদা রকমের হয়। হরমোনের প্রভাবে নারীরা পুরুষদের থেকে দেরিতে হৃদরোগে আক্রান্ত হয়। এছাড়াও তারা জানাচ্ছেন, নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি শরীরের দিকে নজর দেন, অনিয়মিত লাইফস্টাইলে তুলনায় কম চলেন।
গবেষকরা পুরুষদের হৃদ-কোষ এবং নারীদের হৃদ-কোষের মধ্যে তফাত্ খুঁজে পেয়েছেন। যাতে বোঝা যায়, হার্ট সংরক্ষণকারী হরমোন ইস্ট্রোজেনের পরিমান বেশি থাকে নারীদের শরীরে। এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখার নিয়মও নারীরা বেশি মেনে চলে পুরুষদের তুলনায়।