বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হৃত্বিক-কঙ্গনা প্রসঙ্গ আসতেই ভিন্ন রূপে সুজান খান !

নিউজ ডেস্ক:

এক বছরেরও বেশি সময় ধরে চলছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এবং বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের বিতর্ক। ক্রমশ জটিল হচ্ছে এই বিতর্ক।
বেড়েই চলেছে প্রকাশ্যে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি। সম্প্রতি হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানকে এই প্রসঙ্গে মুখ খুললেন।

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিতর্কের শুরু থেকেই সাবেক স্বামী হৃত্বিক রোশনের পাশে দাঁড়িয়েছেন সুজান খান। সাবেক স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেছেন তিনি। হৃত্বিক-কঙ্গনা বিতর্ক প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানিয়ে দেন, তাকে দয়া করে কোনও ব্যক্তিগত প্রশ্ন যেন না করা হয়।

প্রসঙ্গত, ১৩ বছরের বিবাহিত জীবনের পর বিবাহ বিচ্ছেদ হয় হৃত্বিক-সুজানের। তাদের ডিভোর্সের কারণ হিসেবে এমনটাও শোনা যায় যে, হৃত্বিক রোশন সুপারস্টার। নিশ্চয়ই তিনি এমন কোনও খারাপ কাজ করেছেন, যা সুজান ধরে ফেলেছিলেন। আর সেই কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular