বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হৃতিককে নিয়ে তিন নায়িকার লড়াই !

নিউজ ডেস্ক:

নতুন একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন ‘এক থা টাইগার’ খ্যাত পরিচালক কবির খান। ছবির নাম এখনও ঠিক না হলেও হৃতিক রোশনের থাকা এক প্রকার নিশ্চিত। কিন্তু বলিউডের এই সুপারস্টারের বিপরীতে কে থাকবেন এ নিয়ে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই দু’জনের বাইরে আরও রয়েছেন ‘দিলওয়ালে’খ্যাত অভিনেত্রী কৃতি স্যানন।

এ প্রসঙ্গে কবিরের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, “কবির খানের সঙ্গে ক্যাটরিনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি তারা দু’জন ভালো বন্ধু। এর আগে ‘ব্যাং ব্যাং’ ও ‘জিন্দেগি না মিলেগি দুবারা’ ছবির মাধ্যমে ক্যাটরিনা-হৃতিক জুটিকে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। এই কারণে ক্যাটরিনা আলোচনায় থাকলেও নতুন একটি মুখ নিয়ে কাজ শুরু করতে চান কবির।

বর্তমানে দীপিকা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’র দৃশ্যধারণ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। অন্যদিকে, ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular