নিউজ ডেস্ক:
মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদের জবাব বেশ ভালোভাবেই দিল ইরান৷ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালাল ইসলামি বিশ্বের এই দেশ৷ ইরানের উত্তরপূর্বাঞ্চলের এলাকা সেমনান প্রদেশে এই মহড়া অনুষ্ঠিত হয়। খবর বিবিসি ও এএফপির৷
সম্প্রতি ইরানি সেনা রিপাবলিক গার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, যেকোন হুমকি মোকাবিলায় ইরান নিজদের পুরোপুরি প্রস্তুত করতে এই মহড়ার আয়োজন করেছে৷গত সপ্তাহে ইরান দু হাজার কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম এমন মধ্যম রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তারা ইসরায়েল এবং আরব উপদ্বীপের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেত সক্ষম৷স্বাভাবিকভাবেই ইরানের এই ক্ষেপণাস্ত্র মহড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ টুইট বার্তায় ক্ষোভ উগরে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,” আমি সাবেক প্রেসিডেন্টের মতো দয়ালু নই৷”
ইরানের এই সামরিক মহড়া মধ্য প্রাচ্য তথা আরব দুনিয়ায় ব্যাপক আলোড়িত হয়েছে৷ এই এলাকার বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে বিশেষ প্রস্তুতির নির্দেশ পাঠিয়েছে পেন্টাগন৷