‘হুন্ডি বাড়লেও রেমিটেন্স কমেছে’

0
42

নিউজ ডেস্ক:

বিদেশে গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশি শ্রমবাজার এখন অনেকটা ভালো। ফলে বিদেশে কর্মসংস্থানও বাড়েলেও সে অনুপাতে রেমিটেন্স বাড়েনি। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহারের কারণে হুন্ডি ব্যবসা বেড়েছে, তবে কমেছে রেমিটেন্স।

আজ শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য-উপাত্ত তুলে ধরে এমনটাই জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)।

চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি কিছু সুপারিশও তুলে ধরে। বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে হুন্ডির মাধ্যমে অধিক অর্থ দেশে আসছে। এ দুটি দেশের শ্রমিকরা ব্যাংকিং সুবিধা নেয়া থেকেও বিরত থাকছে। মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে টাকা পাঠাচ্ছেন এসব দেশে অবস্থানরত শ্রমিকরা।

সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশে কর্মসংস্থান বাড়ছে, কিন্তু কমছে রেমিটেন্স। এর প্রধান কারণ টাকা ব্যাংকের মাধ্যমে না এসে হুন্ডির মাধ্যমে আসছে। বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ৫০ শতাংশ টাকা দেশে আসছে মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডির মাধ্যমে। সিঙ্গাপুরেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেড়েছে হুন্ডির প্রচলন।

তিনি আরও বলেন, তেলের দাম বিশ্ববাজারে কমেছে। এর ফলেও রেমিটেন্সে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান বেড়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিনিয়র গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম হোসেন, গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন।

অনুষ্ঠানে স্টেট অব দ্যা বাংলাদেশ ইকোনোমিক ইন ২০১৬-১৭ অর্থবছরের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।