বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হাসিনাকে ভারতে রাখার বিষয়ে যা জানালো দেশটি

পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বর্তমানে তারা ভারতের দিল্লিতে অবস্থান করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে ভারত। সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক আহ্বান করে। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে তারা। তা ছাড়া সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সব সংসদ সদস্যকে জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। জয়শঙ্কর জানান, ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন। ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি। পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular