বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হাসপাতালের মর্গে মহিলার মুখ খুবলে খেল কুকুর !

নিউজ ডেস্ক:

উত্তরপ্রদেশের হাসপাতালের বেহাল দশা ফের প্রকট। এবার হাসপাতালের মর্গে থাকা এক মহিলার মৃতদেহের বিভিন্ন অংশ খেয়ে নিল কুকুর।
এমনই ভয়াবহ ঘটনা দেখা গেছে লখনউয়ের ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সুপার স্পেশালিটি হাসপাতালে এই কাণ্ডের জেরে মর্গের নিরাপত্তা আধিকারিক এবং এক নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের ডিরেক্টর ড. দেবেন্দ্র নেগী জানিয়েছেন, পুষ্পা তিওয়ারি (৪০) নামে ওই মহিলা বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে তার মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত করা প্রয়োজন ছিল। তাই মৃতদেহটি মর্গের ডি ফ্রিজারে রাখা হয়েছিল। কিন্তু আজ সকালে তার আত্মীয়রা অভিযোগ করেন, তার মুখ ও ঘাড়ের একাংশ খেয়ে ফেলেছে কুকুর। তার কানের দুল ও নথ পাওয়া যাচ্ছে না।

উত্তরপ্রদেশের প্রধান সচিব (স্বাস্থ্য) প্রশান্ত ত্রিবেদী জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কে এর জন্য দায়ী, সেটা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করতে গিয়ে মর্গের দরজায় কুকুরের পায়ের ছাপ দেখতে পেয়েছে পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular