হাবিপ্রবিতে আইকিউএসি’র আয়োজনে শিক্ষকদের ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
22

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর’র আইকিউএসি’র  আয়োজনে ডাটা ম্যানেজম্যান্ট ডকুমেন্টেশন এবং সেলফ এসেসমেন্ট রিপোর্ট রাইটিং’র উপর  শিক্ষকদের একদিনের ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।
১০ জুন শনিবার সকাল ৯টায় দিনাজপুর হাবিপ্রবি’র ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম। আইকিউএসি পরিচালক প্রফেসর মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্বাবদ্যালয় মঞ্জুরী কমিশনের হেড (কোয়ালিটি এসুরেন্স ইউনিট হেকেপ) প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. শফিউল আলম। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনার মান উন্নয়নে শিক্ষকদের জন্য এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।