আবজাল হোসেন তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “পদচিহ্ন”।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম -১ এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার ও রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির,বিজনেস স্টাডিজ অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামাল উদ্দিন।
মার্কেটিং বিভাগের ১৮ ব্যাচের বিদায় এবং ২৪ ব্যাচের নবীন বরণ উপলক্ষে উক্ত “পদচিহ্ন “অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন,তোমরা সকলে বিনয়ী হবা,একে অপরের প্রতি সহমর্মিতা পোষণ করবা।চাইলেই বিনয়ী হওয়া যায় না। বিনয়ী হওয়ার জন্য চায় অধ্যাবসায়।তোমরা মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছ।তোমরা বিজয়ী হয়েছে, বিজয় ধরে রাখতে হবে।
তিনি বিদায়ীদের উদ্দেশ্য বলেন, বিশ্ববিদ্যালয়ে থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রতিফলন ঘটবে তোমার কর্মজীবনে দেশ ও দেশের মানুষের কল্যাণে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবা।
তিনি আরো বলেন,তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবা করো।
প্রথম পর্বের আলোচনা ও সভা শেষে দ্বিতীয় পর্বে “পদচিহ্নের” সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নাচ,গান,নাটক,র্যাম্প শো,কাওয়ালী, কৌতুক সহ বিভিন্ন সমাজ সচেতনমূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।