লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সুইড বাংলাদেশের ব্যবস্থাপনায় ৪টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয় । সুইড বাংলাদেশের যুগ্ন মহাসচিব সুশান্ত কুমার ভৌমিক ৪টি স্কুলের উদ্বোধন ঘোষণা করেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভাষা শহীদ আবুল বরকত অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাষা শহিদ রফিকের ছোট বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট জেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সুইড বাংলাদেশের জতীয় কাউন্সিলের সদস্য বদিউল আলম পাটোয়ারী। লালমনিরহাট জেলা পরিষদের সদস্য হাসান মেহেদী অপন, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নওদাবাস ইউপি চেযারম্যান বাবু অশনী কুমার, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন, সম্পাদক ফাহিম শাহরিয়ার খান জিহান প্রমুখ।