আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারের রোজি টেলিকমের সাটার ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে দোকানের সার্টারের নিচ দিয়ে অভিনব কায়দায় ভেতরে প্রবেশ করে এক যুবক এই চুরির ঘটনা ঘটায়। সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে ক্যাশবাক্স ভাঙা, মোবাইল ফোন ছড়ানো ছিটানো অবস্থায় দেখা গেলে চুরির বিষয়টি সামনে আসে।
রোজি টেলিকমের মালিক মজিবুল ইসলাম রকি বলেন, সকাল ৯টার দিকে আমার ছোট ভাই রকিবুল ইসলাম রনি দোকানে গেলে কাঁচের র্যাকে থাকা কিছু ক্যাশ কার্ড ছড়ানো, অ্যান্ড্রয়েড ফোনের শোকেস ফাঁকা এবং ক্যাশবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখে। এছাড়া দোকানের পিছনের সার্টারের দুটি তালাও খোলা ছিল। এসময় সিসি টিভি ফুটেজ চেক করলে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে দোকানে ঢুকে মালামাল লুট করতে দেখা যায়। সে অন্তত দশ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের মোবাইল চুরি করে নিয়ে গেছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চোরকে সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’
দোকানের সিসি টিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫ মিনিটে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক দোকানের মধ্যে প্রবেশ করে। তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে ৭টা ২৭ মিনিটে দোকান থেকে বের হয়ে যায়। এদিকে, সকাল বেলা এই অবিশ্বাস্য চুরির ঘটনায় হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েন।