বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার শেখ প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে।
এরইমাঝে বিমানবন্দরে তার আটকের খবর পাওয়া গেলো।
এদিন দুপুরে বিমানবন্দর থেকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরের কর্মকর্তারা তাকে আটকে দেয় বলে জানা গেছে।