বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হাওরে বাঁধ নির্মাণে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা !

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লায় হাওরাঞ্চল পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে কারও গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। আজ বেলা ১১টার দিকে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এরআগে বন্যাকবলিত হাওর এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সোয়া ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছান।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে ভবিষ্যতে ভিজিএফ কার্ড বাড়ানো হবে। এখানে আবাসিক স্কুল নির্মাণ করা হবে আরও বেশি। তিনি আরো বলেন, কৃষকদের জন্য প্রয়োজনীয় সার ও কৃষি সহায়তা বাড়ানো হবে। কৃষি ঋণ অর্ধেকে নামিয়ে আনা হবে।

এদিকে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করবেন বলে জানা গেছে। সেখানে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular