হাঁস-কুকুরের বন্ধুত্ব!

0
36

নিউজ ডেস্ক:

হাঁস ও কুকুরের মধ্যে সাধারণত বন্ধুত্ব হয় না। উল্টো কুকুর দেখলে ভয়ে পালায় হাঁসের দল। কিন্তু ক্যালিফোর্নিয়ার পেকিন অ্যান্ডি ও বারক্লে যেন সেই শত্রুতার সম্পর্কের মুখে চুনকালি দিয়ে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চার বছর বয়সী হাঁস পেকিন ও সোনালী চুলের কুকুর বারক্লের বন্ধুত্ব দেখলে অবাক হবেন যে কেউই। তারা এক মুহূর্ত একে অন্যকে ছাড়া থাকতে পারে না। চোখের আড়াল হলেই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। ডাকাডাকি। প্রাণি দু’টির মালিক পাম ইসিগুরু বলেন, তাদের এ সম্পর্ক দেখে আমি নিজেই অবাক। তারা যেন একে অন্যের জন্য সৃষ্টি। বিভিন্ন দিক বিবেচনায় কুকুর ও হাঁসের সম্পর্কটা সামঞ্জস্যহীন মনে হলেও সত্যিই পেকিন ও বারক্লে সবচেয়ে ভাল বন্ধু। তারা একে অন্যকে ভালবাসে, মারামারি করে, খেলা করে। একসঙ্গে ঘুমায়। যখন তারা পরস্পরের থেকে দূরে থাকে, তখন বন্ধুকে খুঁজতে থাকে।  ইসিগুরু বলেন, পেকিন ও বারক্লের বন্ধুত্ব একদিনে হয়নি। একটা সময় ছিল, যখন বারক্লে হাঁসদের তাড়া করতো। ভয় দেখাতো। সে সুযোগ পেলে হাঁসদের খাবার খেয়ে ফেলত। হঠাৎই পেকিনের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এরপরই সে সিদ্ধান্ত নেয় আর হাঁসদের ভয় দেখাবে না। এখন পেকিন আর বারক্লে যেন আত্মার আত্মীয়। তারা কিছুতেই বেশিক্ষণ আলাদা থাকতে পারে না।  

অথচ, বাড়ির অন্য কুকুর লেজির সঙ্গে কারও বন্ধুত্ব হয়নি বলে জানান ইসিগুরু। – ডেইলি মেইল থেকে।