ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান জোয়ারদার বুধবার বিকালে নিজ দলের কর্মীদের হাতে লাঞ্চিত হয়েছেন। এ সময় তার আরো ৭ সমর্থক মরধরের শিকার হন। ভাংচুর করা হয় তার ব্যবহৃত পাজেরো গাড়িটি। আহত নেতা কর্মীদের মধ্যে হরণিাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আওয়ামীলীগ নেতা মজিদ মন্ডল, শিতলী গ্রামের জাহিদ হোসেন, গোপালনগরের মানোয়ার হোসেন ও ভাতুড়িয়া গ্রামের শহীদ কাজীর পরিচয় মিলেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মশিয়ার রহমান জোয়ারদার হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা গ্রামে ওয়ার্ড কমিটি গঠন করতে গেলে প্রতিপক্ষ ঝন্টু মেম্বরের লোকজন তার উপর হামলা চালায়। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, বুধবার বিকালের দিকে কুল্ল্যাগাছা গ্রামের পীরতলা নামক স্থানে আওয়ামীলীগের কর্মী সভায় হামলা হয়েছে। এ সময় লাঞ্জিত হন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মশিয়ার রহমান জোয়ারদার। তার গাড়িটিও ভাংচুর করা হয়েছে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মশিয়ার রহমান জোয়ারদার অভিযোগ করেন, আমাকে হত্যার উদ্দেশ্যে দল থেকে বহিস্কৃত ঝন্টু মেম্বর বিএনপি জামায়াতের লোকজন নিয়ে স্বসস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এই হামলা ছিল পরিকল্পিত। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান। এদিকে ভাতুড়িয়া গ্রামের আওয়ামীলীগ নেতা ঝন্টু মেম্বর বলেন, আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অথচ আমাকে না জানিয়ে আমার গ্রামেই উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মশিয়ার রহমান জোয়ারদার কমিটি গঠন করতে আসে।
এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে হামলার ঘটনা ঘটেছে। ঝন্টু মেম্বরের দাবী দল তেকে বহিস্কার করা হলে তো আমাকে চিঠি দেওয়া হবে। কিন্তু সেই চিঠি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মশিয়ার রহমান দেখাতে পারেনি। । হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, আমি এখনো ঘটনাস্থলে আছি। থানায় এখনো কেও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।