হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
34

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের  দ্বরিবিন্নী,বাসুদেবপুর ও কেসমত এর তিনটি গ্রামের সমন্নয়ে ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং হামিদহাটি,যাদবপুর ও কলাকুলা গ্রামের সমন্নয়ে ৪নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন ১৪মে রবিবার বিকাল ও রাতে দ্বরিবিন্নী স্কুল মাঠে ও হামিরহাটি স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ৮নং চাঁদপুর ইউনিয়নসহ ৯টি ওর্য়াডের সম্মেলনের প্রধান সমন্নয়ক ও দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৮নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা,কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা ও সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ডাবলু, ৮নং চাঁদপুর ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাশিদুল আলম রশিদ, খুলনা মহানগরের সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা শামীমুল ইসলাম শামীম।

২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ও ৪নং ওর্য়াড আওয়ামীলীগনেতা আবজাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ডের দরিবিন্নী গ্রামের ডাঃ মোঃ মহাসিন,বাসুদেবপুর গ্রামের ডাঃ মোঃ মনছুর আলী,সাবেক মেম্বর লিয়াকত হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডে গোলজার হোসেন ও ৮নং চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিব উদ্দিন প্রমূখ।প্রথম অধিবেশন শেষে ২ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ৮নং চাঁদপুর ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাশিদুল আলম রশিদ।

৮নং চাঁদপুর ইউনিয়নের ২ং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন ৮নং চাঁদপুর ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাশিদুল আলম রশিদের সভাপতিত্বে শুরু হয়।২ং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিতে সকল সদস্য হাত উচিয়ে সমর্থন জানান এবং বিনা প্রতিদন্দিতায় দরিবিন্নী গ্রামের  ডাঃ মোঃ মহাসিন আগামী তিন বছরের জন্য (ঘোষনা ছাড়া) ২ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।এবং সাধারন সম্পাদক পদে ৪জন প্রার্থী থাকায় সমযোতার মাধ্যমে পরবর্তি সভায় সাধারন সম্পাদকের পদ ঘোষনা করা হবে।