1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
হরিণাকুন্ডুতে সাড়ে ৩৭ কোটি টাকার সড়ক নির্মাণে ভেল্কিবাজী, কাজ শেষ হওয়ার আগেই সাড়ে ৩৭ কোটি টাকার বিল ঠিকাদারের পেটে ! | Nilkontho
২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রবিবার | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
‘মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বৈরাচারী হাসিনা সরকার’ পুরান ঢাকাকে যুক্ত করে মেট্রোরেল পুনর্বিন্যাশের চিন্তা পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, যেভাবে করবেন আবেদন দেশের পথে মিয়ানমারে কারাবন্দি ৮৫ বাংলাদেশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই: সেনাপ্রধান সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে: জয়নুল আবদিন ফারুক সেমিতে সন্ধ্যা ৬ টায় পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ বাড়ছে তিস্তার পানি, যে ৫ জেলায় বন্যার শঙ্কা বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ গুলশানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত দূরের দৃষ্টি ঝাপসা হচ্ছে শিশুদের! নিউইয়র্ক ছাড়লেন ড. ইউনূস চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আমির রুহুল আমিন বাণিজ্যিকভাবে ওলকচু চাষ হচ্ছে চুয়াডাঙ্গায় পর্যটকদের জন্য অপার সম্ভাবনাময় জেলা চুয়াডাঙ্গা— ডিসি চুয়াডাঙ্গায় এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার, আদালতে সোপর্দ ডাউকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল ২৬ বোতল মদসহ একজন গ্রেপ্তার

হরিণাকুন্ডুতে সাড়ে ৩৭ কোটি টাকার সড়ক নির্মাণে ভেল্কিবাজী, কাজ শেষ হওয়ার আগেই সাড়ে ৩৭ কোটি টাকার বিল ঠিকাদারের পেটে !

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডু ভায়া ভালকী বাজার রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ৩৭ কোটি ৫০ লাখ টাকার বিল তুলে নেওয়া হয়েছে। অথচ গত ৩০ জুনের আগে কাজটি শেষ করার কথা ছিল। অভিযোগ রয়েছে, সওজ কর্মকর্তাদের যোগসাজসে কাজটি শুরু থেকেই অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে করা হয়েছে। ফলে সপ্তাহ পার হতে না হতেই রাস্তার একাধিক স্থানে ফাটল ও রাস্তার এক সাইট দেবে গেছে। এ সব ছবি গ্রামবাসির ফেসবুক ওয়ালে ভাইরাল হলে তড়িঘড়ি করে মেরামত করা হয়। সরেজমিন দেখা গেছে, তিন দিন আগে যেনতেন ভাবে ২১ কিলোমিটার দৈর্ঘ্য বৃহৎ এই সড়কটির কাজ শেষ করা হয়েছে। এখনো কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের কাছে একটি ব্রীজ অসম্পন্ন রয়েছে। সাইটে মালামাল পড়ে রয়েছে। গত বৃহস্পতিবার হরিণাকুন্ডুু উপজেলার মোড় এলাকায় কার্পেটিংয়ের কাজ করা হচ্ছিল। এ অবস্থায় গত ৩০ জুনের আগেই আর্থিক সুবিধা নিয়ে তড়িঘড়ি করে ঠিকাদারকে বিল পরিশোধ করা চরম অন্যায় ও দুর্নীতি বলে অনেকে মনে করছেন। ঝিনাইদহ সড়ক বিভাগের সদ্য বদলী হওয়া নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, চূড়ান্ত বিল প্রদান করা হলেও চেক এখনও ঠিকাদারকে হস্তান্তর করা হয়নি। সরেজমিন দেখা গেছে, সড়কের কালভার্টসহ সোল্ডারে মাটি ভরাট এবং রোড মার্কিংয়ের কাজ চলছে। নারী শ্রমিকরা মাটি কেটে সোল্ডারে দিচ্ছেন। সিডিউল মোতাবেক ঠিকাদারকে অন্য স্থান থেকে মাটি এনে সড়কের সোল্ডারে দেয়া কথা। এ কাজের জন্য কয়েক কোটি টাকা সিডিউলে ধরা রয়েছে। দেখা যায় সড়কের কাপাসাটিয়া (ডাকপার) খালের ওপর প্রায় ২০ মিটার লম্বা এবং ১০ মিটার প্রস্থ বড় কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়নি। ঝিনাইদহ সার্কিট হাউসের কাছে রাস্তা ও বেড় দেবে গেছে। রাস্তা নির্মানে বেহাল চিত্র দেখে মানুষ হা-হুতাশ করছে। ঝিনাইদহ সওজ বিভাগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হরিণাকুন্ডুু উপজেলা শহরের মোড় পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার সড়ক মেরামত ও সংস্কারের জন্য দরপত্র আহŸান করা হয়। সড়কটি নির্মাণ করতে এডিবির বরাদ্দ থেকে ৪২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। র‌্যাব আরসি ও মেসার্স জহিরুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করতে যৌথভাবে নির্বাচিত হয়। সিডিউল মোতাবেক সড়কটির ১২ ফুটের জায়গায় ১৮ ফুট প্রশস্তকরণসহ পিচ কার্পেটিংয়ের সঙ্গে ১৭টি ছোট এবং একটি বড় কালভার্ট নির্মাণ করার কথা। সেই সঙ্গে সড়কের দু’ধারের সোল্ডারে ৩ ফুট প্রশস্ত করে মাটি ভরাট করে রোড মার্কিং চেক (এক ধরনের পিলার) দেয়ার কথা। পৃথক ৩টি প্যাকেজে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার জন্য নির্বাচিত ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। প্রাপ্ত তথ্যমতে গত বছরের মে মাসে কাজটি শুরু করা হয়। প্রথম থেকেই ব্যাপক অনিয়ম ধরা পড়ে। নি¤œমানের ইট-বালু খোয়া ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগে ওই বছরের ৮ আগস্ট হরিণাকুন্ডুর মথুরাপুর গ্রামবাসি কাজটি বন্ধ করে দেয়। হরিণাকুন্ডুর তৎকালীন ইউএনও মনিরা পারভিন ও কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান জোয়ারদারের মধ্যস্থতায় কাজটি শুরু করেন ঠিকাদারের লোকজন। ২০১৭ সালের ডিসেম্বরে কাজটি শেষ করার কথা থাকলেও সময় বাড়িয়ে ২০১৮ সালের ৩০ জুন করা হয়। তারপরও বর্ধিত সময়েও কাজটি শেষ হয়নি। এ জন্য ঠিকাদারকে শাস্তির মুখোমুখি না করে উপরন্ত তাকে বিধি বহির্ভুত ভাবে কাজ শেষের আগেই বিল দিয়ে দেওয়া হয়েছে। ওই রাস্তার দায়িত্বে থাকা এসও ঝিনাইদহ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, গত ৩০ জুন চূড়ান্ত বিল বাবাদ ৩৭ কোটি ৫০ লাখ টাকা ঠিকাদারকে পরিশোধ দেখানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কারণে এ ধরনের কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই বিভাগের এসডি তানভীর আহমেদ বলেন, কাজ শেষ না হলেও টেকনিক্যাল কারণে ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদান করা হয়েছে। এর জন্য চাপে পড়েছেন তারা। অভিযোগ করা হয়েছে যথা সময়ে কাজটি শেষ না হলেও ঠিকাদার প্রতিষ্ঠনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং গোপনে খাতাপত্রে কাজ সমাপ্ত দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে। এছাড়া গত জুনে ৫০ হাজারের নিচে ডিপিএম দেখিয়ে ৩৪টি, এক লাখের নিচে দেখিয়ে ৪০ টি ও ৫ লাখের কম দেখিয়ে ৪টি আরএফকিউ টেন্ডার করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই কাজের সাথে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, এসডি ও কয়েকজন উপসহকারী প্রকৌশলী জড়িত বলে অভিযোগ উঠেছে। খুলনার মোজাহার এন্টার প্রাইজের নামে পাথরকুচি, ইট ও বালি সাপ্লাইয়ের কাজ দেখিয়ে ৪০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৫৯
  • ৪:১৭
  • ৬:০২
  • ৭:১৫
  • ৫:৫৩

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০