বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হরিণাকুন্ডুতে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার বাদশা নিহত

নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাদশা হোসেন শেখ নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। হত্যাসহ ৯ মামলার আসামি বাদশা শেখ উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, হরিণাকু-ু থানার পুলিশের একটি দল এলাকায় টহলের জন্য যায়। সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বেশ কয়কে রাউন্ড গুলি ছোড়ে। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিমিয় হয়। শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থকে গুলবিদ্ধি এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাঁকে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁর পরিচয় নিশ্চিত করেন। নিহত ব্যক্তির নামে হরিণাকু-ুসহ বিভিন্ন থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular