মুন্সীগঞ্জ প্রতিনিধি:
হযরত পাগল নাজিম উদ্দীন শাহ (র.) দরবার শরিফের ৯৪ ওরস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মোল্লাকান্দি বালুচরে শনিবার (১৬,১৭,১৮ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী পবিত্র ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশ-বিদেশ থেকে হাজার- হাজার ভক্ত ও আশেকান পবিত্র ওরশ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে ইতিমধ্যে বালুচর ইউনিয়ন এর মোল্লাকান্দি গ্রামে হযরত পাগল নাজিম উদ্দিন শাহ চিশতি (র.) মাজার শরীফে ওরশ পালন করেছেন।
মাজার কমিটির পক্ষে সভাপতি-নুর হোসেন বাউল, খাদেম-আলি আহমেদ বাউল,
সৈয়দ আমির হোসেন ও শহিদ বাউল এর পরিচালনায় গান পরিবেশন করেন ওরশের প্রথম দিন গানের রাজা শফিকুল ইসলাম।
দ্বিতীয় দিন গান পরিবেশন করেন- বাংলাদেশর বিখ্যাত বাউল শিল্পী:মুক্তা সরকার ও ইয়ামিন সরকার।
তৃতীয় দিন গান পরিবেশন করেন-বাংলাদেশের বিখ্যাত লালন শিল্পী গোষ্ঠী।