বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

আবরার হত্যাকান্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
নিউজ ডেস্ক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকা-ের প্রতিবাদ ও ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথকভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে ছাত্রদল।
চুয়াডাঙ্গা:
বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকা-ের প্রতিবাদ, ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের ফাঁসি ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোড ঘুরে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। পরে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খানের সভাপতিত্বে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি তৌফিক এলাহী, সহসভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব।
সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশ সরকার কোনো রকম স্বার্থ ছাড়া দেশের পানি, গ্যাস, বন্দর ভারতকে দিয়ে দিয়েছে। এ একই কথা আবরার বলার কারণে সারা রাত পিটিয়ে তাঁকে মেরে ফেলা হয়েছে। আমরা আবরার হত্যার তীব্র নিন্দা জানাই। আবরার হত্যাকা- কোনো নির্দিষ্ট অংশের অংশগ্রহণে হয়নি। আমরা মনে করি, এটা রাষ্ট্রীয় হত্যাকা-। আবরার হত্যাকা-ের সঙ্গে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’। বক্তারা আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অবৈধ সরকারের অঙ্গুলি হেলনে কারা প্রকোষ্ঠে অন্তরিণ রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
ঝিনাইদহ:
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরের কলাবাগান মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, ছাত্রদলের নেতা বকতিয়ার, বাবু, মাহবুব হোসেন মিলু ও আসিফ কামাল বক্তব্য দেন। সমাবেশে বক্তারা মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগের নামধারী দুর্বৃত্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, ছাত্ররা রাজপথে নামলে কারও জন্য মঙ্গল বয়ে আনবে না।’
এদিকে, একই দিন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখা মানববন্ধন করেছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন প্রভাষক বাবুল আক্তার লাল্টু, শারমিন জোয়ার্দ্দার ম্যাডোনা, তারেক হোসেন পল্লব, রুবেল পারভেজ, শাহীনুর আলম লিটন, খান জাহান আলী, আব্দুস সালাম, নীধির বিশ্বাস ও জাহান লিমন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular