সড়ক দুর্ঘটনায় রাজধানীতে যুবক নিহত !

0
40

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুরে গাড়ির ধাক্কায় মো. শহিদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শহিদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আবুল কালামের ছেলে।মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় জানান, মিরপুর সনি-সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি শহিদকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।