বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজী বন্ধের দাবি

চুয়াডাঙ্গা জেলা অটো রিক্সা-ভ্যান চালকদের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক:যত অন্যায় অত্যাচার আর সমস্যা গরীব দুঃখীদের প্রতিনিয়তই মোকাবেলা করে চলতে হয়। ঠিক এমনিই প্রতিনিয়তই হচ্ছে অটো রিক্সা-ভ্যান চালকদের প্রতি। তারা প্রতিদিনিই যেন আতঙ্কে থাকে, কখন যেন তার অটো রিক্স-ভ্যানটার ক্ষতি না হয়ে যায়। প্রতিটা দিনই যেন আতঙ্কে কাটে তাদের। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে ভালাইপুর মোড়ে জেলা অটো রিক্স-ভ্যান চালকদের মতবিনিময় সভায় চালকরা তাদের এই সমস্ত কথা তুলে ধরেন।
চালকরা অভিযোগ করে আরো বলে, আমাদের কাছ থেকে নগদ টাকা, গাড়ির চাকা লিক করে দেয়, গ্লাস ভেঙ্গে দেয়, হেড লাইট ভেঙ্গে দেয় আর মারধর তো আছেই। এই অন্যায় অত্যাচার থেকে কবে পাবো মুক্তি? আমরা কি মানুষ না, আমরা তো খেটে খায়। এই অন্যায় অত্যাচারের সম্মুখিন হচ্ছে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় মাথাভাঙ্গা ব্রিজ পার হয়ে তেল পাম্পের সামনে। এরা বেশ কয়েকজন লাঠিসোটা নিয়ে গাছের নিচে বসে থাকে। অটো রিক্স-ভ্যান আসতে দেখলেই লাঠিসোটা নিয়ে হামলা চালায়। অটোরিক্সা বা ইজিবাইক থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালককে ও যাত্রীদের হয়রানীর দিচ্ছে প্রতিনিয়তই। তারা আরো বলে, শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই চাঁদাবাজি। দেখার কেউ না থাকায় অন্তত কয়েকটি পয়েন্টে অটোরিক্সা ও ইজিবাইক থামিয়ে আদায় করা হচ্ছে চাঁদা। এতে অটো চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এই অন্যায় অত্যাচারের সুবিচার দাবি করেছে অটোরিক্সা ও ইজিবাইক চালকসহ যাত্রীরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, জেলা রিক্সা-ভ্যান ইউনিয়নের সভাপতি শেখ সফিকুল ইসলাম সফি, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, প্রচার সম্পাদক নুর ইসলাম, কোষাধক্ষ্য আজিবার, রুইতনপুরের তহিদুল মেম্বার ও গাংনীর নুরুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অটোরিকশা ও ইজিবাইক চালকদের প্রতি যে অন্যায় অত্যাচার করা হচ্ছে তা অতি দ্রুতই আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু।

Similar Articles

Advertismentspot_img

Most Popular