বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাসে থাকবে পাঁচ ক্যামেরা !

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোন এস ১০ ও এস ১০ প্লাস উন্মুক্ত করবে ২০১৯ সাল নাগাদ। যদিও প্রতিষ্ঠানের আসন্ন নোট সিরিজের ফোন নোট ৯ আগস্টের ৯ তারিখ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

আর এরই মধ্যে এস ১০ ও এস ১০ প্লাস ফোন নিয়ে নানা তথ্য ফাঁস হয়ে আসছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর এর খবরে বলা হয়, স্যামসাংয়ের নতুন ফোন এস ১০-এর বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, গ্যালাক্সি এস ১০ স্মার্টফোনটিতে বেশ বড় ও নতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এতে থাকবে ইনফাইনিট ডিসপ্লে এবং পাতলা বেজেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে।

তবে সবচেয়ে বড় যে পরিবর্তন আসবে তা হলো এর ক্যামেরায়। বলা হচ্ছে এই ফোনের পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। তবে তৃতীয় ক্যামেরাটি ছবি তোলার ক্ষেত্রে কি পরিবর্তন আনবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফোনের সামনে থাকবে ডুয়েল ক্যামেরা। অর্থাৎ সামনে ও পেছনে মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা থাকবে এই ফোনে। আর দামও হবে এই সংস্করণের বেশি।

আগামী বছর ফেব্রুয়ারিতে কঞ্জিউমার ইলেকট্রনিক শো’তে এই ফোনটি উন্মুক্ত করা হতে পারে। কেননা স্যামসাং তাদের এস সিরিজের ফোন সাধারণত ফেব্রুয়ারিতেই উন্মুক্ত করে থাকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular