বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

স্মার্টফোন হবে অভঙ্গুর !

নিউজ ডেস্ক:

স্মার্টফোনে যত উন্নত ফিচারই থাকুক না কেনো একবার পড়ে গিয়ে ভেঙ্গে গেলে ফোনটি পুরোপুরি অকেজো হয়ে যায়। আর এ সমস্যা সমাধানেই এবার এগিয়ে এলেন যুক্তরাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ‘মিরাকল ম্যাটেরিয়াল’ নামের নতুন এক উপাদান আবিষ্কার করেছে তারা। এই উপাদান দিয়ে তৈরি স্মার্টফোন হবে অভঙ্গুর।

গবেষকরা দেখেছেন, সেমিকন্ডাক্টর মলিকুল সি৬০ এর সাথে গ্রাফিনের মতো লেয়ারড ম্যাটেরিয়াল জুক্ত করলে ইউনিক ম্যাটেরিয়াল প্রযুক্তি উৎপাদন করা সম্ভব যা স্মার্ট ডিভাইসের ধারণায় বিপ্লব ঘটাতে পারে। আর উদ্ভাবিত উপাদানের উন্নত রাসায়নিক স্থিতিশীলতা, লঘুপাত এবং নমনীয়তা বৈশিষ্ট্য ফোনকে স্থায়িত্ব দিবে।

তবে গবেষকরা বলছেন, নতুন এই ম্যাটেরিয়ালে একটি সমস্যা এখন সমাধান করতে বাকি। আর তা হল- নতুন ম্যাটেরিয়ালের গঠনে ব্যান্ড গ্যাপের অভাব। আর ইলেকট্রনিক ডিভাইসের এটিই মূল চাবিকাঠি বলা যায়। তবে ইতোমধ্যে এর সম্ভাব্য সমাধানও খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

উল্লেখ্য, বর্তমান স্মার্টফোনগুলর বেশিরভাগ অংশ সিলিকন এবং অন্যান্য উপাদানে তৈরি। আর এই উপাদানগুলো ব্যয়বহুল এবং সহজেই ভেঙে যায়। গবেষকরা বলেছেন, গত বছর বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন স্মার্টফোন ক্রয় করা হয়েছে, যেখানে উৎপাদনকারীরা আরও টেকসই এবং কম ব্যয়বহুল কিছু সন্ধান করেছেন।

সূত্র: গ্যাজেট নাউ, দ্য হিন্দু

Similar Articles

Advertismentspot_img

Most Popular