নিউজ ডেস্ক:
অনলাইন মেসেজ ও ভিডিও চ্যাটিং সেবাদাতা অ্যাপ্লিক্শেন স্কাইপেতে বেশকিছু নতুন ফিচার ও ইউজার ইন্টারফেস চালুর মাধ্যমে পরিবর্তন এনেছে মাইক্রোসফট। নতুন সংস্করণটিতে সার্চ ফিচার শক্তিশালী করায় আগের তুলনায় সহজে পরিচিত ব্যক্তিদের স্কাইপ অ্যাকাউন্টের তথ্য খোঁজা যাবে।
এছাড়া নিজের পছন্দের রঙে স্কাইপ অ্যাকাউন্ট সাজিয়েও নেওয়া যাবে। বন্ধুদের বিনিময় করা প্রতিটি বার্তা ভিডিও কলের মাধ্যমে উত্তর দেওয়া যাবে।
‘হাইলাইট’ ট্যাব কাজে লাগিয়ে দিনের উল্লেখযোগ্য ছবি বা ভিডিওগুলো বন্ধুদের কাছে পাঠানোরও সুযোগ মিলবে। শুরুতে অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।
সূত্র : দ্য ক্রুঞ্চ