বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে samsung s9

নিউজ ডেস্ক:

স্যামসাং এর ফোনের যতই দুর্নাম থাকুক না কেন এই সংস্থার ফোন বাজারে আসা মানে সবার নজর তার দিকে থাকবেই। এবার হাই এন্ড সিরিজের ফোন আনছে স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি ‘S9’। এই ফোনটি ১০ জিবি র‌্যামে বাজারে আসবে। আগামী বছর থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এটি বাজারে আসলে এটিই হবে স্যামসাংয়ের প্রথম ফোন যেটিতে ১০ জিবি র‌্যাম থাকবে।

স্যামসাংয়ের এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির সুপারঅ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের সিকিউরিটির জন্যে এতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকবে। ফোনটির ডিসপ্লের রেজুলেশন ২১৬০x৩৮৪০ পিক্সেল। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হবে।

ফোনটি তিনটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো ৬ জিবি, ৮ জিবি ও ১০ জিবি। ফোনটি ৬৪ এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি হবে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

Similar Articles

Advertismentspot_img

Most Popular