বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

স্মার্টফোনের চার্জ বাঁচানোর ৫টি সহজ উপায় !

নিউজ ডেস্ক:

তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন স্মার্টফোন সবার হাতে হাতে। শুধু কথা বলা নয়,নানা কাজে ব্যবহার করা হয় এ স্মার্টফোন। ফলে ফোনের চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জেনে নিন স্মার্টফোনের চার্জ বাঁচানের কয়েকটি উপায়।

১. মোবাইলের ‘লোকেশন’ অ্যাপ্লিকেশন প্রয়োজন ছাড়া অন না করে রাখাই ভাল। ভিডিও দেখার সময়, ই-মেল পাঠানোর সময় তো একেবারেই অফ করে রাখুন এই অ্যাপ। এতে ব্যাটারি চলে অনেকক্ষণ।

২. কোনো কিছু টাইপ করার সময় কি-প্যাড সাউন্ড একেবারেই অফ করে দিন। মোবাইল ভাইব্রেশন মুড-এ না রেখে ‘হ্যাপটিক ফিডব্যাক’-এ রাখুন। কারণ ভাইব্রেশন মুড বেশি ব্যাটারি ব্যবহার করে।

৩. ওয়ালপেপার মানেই নানা রঙের পিক্সেলের ব্যবহার, যা প্রচুর পরিমাণে ব্যাটারি কনজিইম করে। তাই যে স্মার্টফোনে ‘অ্যামোলেড ডিসপ্লে’ রয়েছে, সেটিতে কালো ওয়ালপেপার ব্যবহার করা যেতেই পারে।

৪. অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিক অ্যাপ আপডেটস-এর সুবিধা রয়েছে। সেই অপশন সবসময় অন রাখুন। এতে আপনার মোবাইলও আপডেটেড থাকবে ও ব্যাটারি খরচও কম হবে।

৫. অন-স্ক্রিন উইডেড যেমন ওয়েদার অ্যাপ, স্টক অ্যাপ যেগুলো সব সময়ে প্রয়োজন হয় না, সেগুলো স্ক্রিন থেকে সরিয়ে দিন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular