স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

0
22

নিউজ ডেস্ক:

সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এম আবুল কালাম আজাদ।

তিনি জানান, রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান।

এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিদায় জানান। উল্লেখ্য, গত ৬ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

সূত্র: বাসস