বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

স্বামী-স্ত্রীর প্যারিস ম্যারাথন জয় !

নিউজ ডেস্ক:

৪১তম প্যারিসে ম্যারাথন দৌড়ে ব্যতিক্রমী একটি জয়ের স্বাদ পেলেন কেনিয়ার এক অ্যাথলেট দম্পতি। দম্পতির নাম পল লোনইয়ানগাতা ও পিওরিটি রিওনোরিপোয়ার। আর এ জয়ে কিছুটা হলেও স্বস্তি পেল কেনিয়াবাসী। কারণ ডোপ কলঙ্ক নিয়ে রিও অলিম্পিকের ম্যারাথনে কেনিয়াকে সোনার পদক এনে দেওয়া দৌড়বিদ জেমিমা সামগং নিজেকে নিদোর্ষ প্রমাণ করতে পারেন নি এখনও। কেনিয়ার জন্য যা একটি দুঃসংবাদও ছিল ।

গত বছর রিও অলিম্পিকে প্রথম কেনীয় নারী হিসেবে ম্যারাথনে সোনা জিতেছিলেন জেমিমা। শুক্রবার আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) জানায়, ডোপ পরীক্ষায় ৩২ বছর বয়সী এই অ্যাথলেটের রক্তের নমুনায় নিষিদ্ধ দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। অলিম্পিক পদকও কেড়ে নেওয়া হবে তাঁর।

তবে ইয়ানগাতা-পিওরিটি দম্পতি কেনিয়ানদের এই দুঃখে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছেন। ছেলেদের বিভাগে ইয়ানগাতা জিতেছেন নিজের সেরা টাইমিং গড়ে। ২ঘন্টা ৬মিনিট ১০সেকেন্ড সময় নেন তিনি। আর মেয়েদের বিভাগে জেতেন রিওনোরিপো ২ঘন্টা ২০ মিটিনট ৫০ সেকেন্ড সময় নিয়ে।

সূত্র: স্পোর্টস টোয়েন্টিফোর

Similar Articles

Advertismentspot_img

Most Popular