নিউজ ডেস্ক:
ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৭ বলে ১৫০ রান করে ম্যাচের সেরা হয়ে ভারতকে জিতিয়েছেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে স্বামীর এমন অসাধারণ ইনিংস দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার সদ্য-বিবাহিতা হ্যাজেল কিচ।
তিনি ফেসবুকে যুবরাজের প্রশংসা করে বলেছেন, ক্যান্সার থেকে সেরে ওঠা আর ক্যান্সারকে হারানো এক জিনিস নয়। ক্যান্সার থেকে ফিরে এসে কেমোথেরাপি-পরবর্তী সময়ে সুস্বাস্থ্য ও ফিটনেস ফিরে পাওয়ার জন্য ও যা করেছে সেটা ভোলা যাবে না। তার মিডল নেম হওয়া উচিত তেজ।
২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পেলেন যুবরাজ। তাও কিনা ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি! চলতি সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে জুটি বেঁধে চাপের মুখ থেকে ভারতকে বিশাল রানের উপর দাঁড় করিয়ে দেন যুবরাজ। শেষ পর্যন্ত ১৫ রানে ম্যাচ জিতে ওয়ান-ডে সিরিজ জিতে নিয়েছে ভারত।