স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের নেতৃত্বে হাবিবুল-ইমরান

0
3

জুবাইর হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিবুল কবিরকে সভাপতি ও ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইমরান হুসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নবগঠিত এ কমিটির অনুমোদন করেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলী। আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন করেন তাঁরা।

দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজের পারভেজ সিদ্দিকী রিফাত, সাংগঠনিক সম্পাদক ঢাকা কলেজের মো. মুজাহিদ, কোষাধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজের মো. আরিফুর রহমান, দপ্তর সম্পাদক সোনার বাংলা ডিগ্রি কলেজের আবু রায়হান, কৃষি ও পরিবেশবিষয়ক সম্পাদক খুলনা বিএল কলেজের মো. তানভীর হোসেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র সাদি আল রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক যশোর এমএম কলের মো. সাকিবুল হাসান এবং শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ঢাকা কলেজের মো. তানভির আলম।

নতুন দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, আমাদের উদ্যোগ দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও অনুধ্যানের ফসল। পরিবেশের ভারসাম্যহীনতা, মাদকের করাল গ্রাস, এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের বঞ্চনা আমাদের উদ্বিগ্ন করেছে। এই সংগঠন শুধু সমস্যাগুলো চিহ্নিত নয়, বরং পরিবর্তনের আহ্বান। আমরা চাই, সবাই অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোক এবং পরিবেশ ও সমাজ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখুক। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে উন্নয়ন, শান্তি ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হবে।

সভাপতি হাবিবুল কবির বলেন, স্বপ্ন রুরাল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা এবং পরিবেশকে বসবাসযোগ্য রাখা। প্রায় তিন বছর আগে আমরা এই কার্যক্রম শুরু করি, কারণ আমরা লক্ষ্য করি যে আমাদের গ্রামীন কৃষক, নারী এবং শিশুদের উন্নয়নের পাশাপাশি গ্রামীন পরিবেশপর ভারসাম্য রক্ষার জন্য টেকসই পদক্ষেপের প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা নারী ক্ষমতায়ন, কৃষকদের আধুনিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ, বেকার যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং গ্রামীণ শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার মাধ্যমে দারিদ্র্য ও বেকারত্ব মুকাবিলা করার প্রয়াস নিয়ে যাত্রা শুরি করেছি। আমাদের লক্ষ্য শুধু স্বপ্ন দেখানো নয়, সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া। আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর, সুস্থ ভবিষ্যতের আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের সৃষ্টি।

উল্লেখ্য, স্বপ্ন রুরাল ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে গঠিত সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের সার্বিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, কৃষকদের সহায়তা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা। তিন বছর আগে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তাদের ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে তারা।