মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

‘স্প্রেভাটো’ নামের স্প্রেটি আত্মহত্যার সিদ্ধান্ত বদলে দিবে !

প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো হতাশা রয়েছে। কেউ হতাশা কাটিয়ে উঠতে পারে আবার কেউ পারে না। লকডাউনের বন্দী জীবন, নিজেকে সুস্থ রাখার জন্য সমাজ থেকে শারীরিকভাবে দূরে থাকা,  অনেকেরই এসব মেনে নিতে কষ্ট হচ্ছে। কারো কারো কাছে তা অসহনীয় হয়ে উঠছে।

মার্কিন প্রশাসনের বিশেষ চিন্তা তাদের নিয়ে, যাদের ডিপ্রেশনের গুরুতর সমস্যা রয়েছে। আমেরিকায় এর সংখ্যাটা ১.৭ কোটির কাছাকাছি। তাদের মধ্যে ১১-১২ শতাংশের আত্মহত্যার প্রবণতা রয়েছে।

আত্মহত্যার এসব চিন্তা দূর করতে একটি স্প্রে-কে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে। তবে এটি সবার জন্য অনুমোদন নয়।

জনসন অ্যান্ড জনসন ‘স্প্রেভাটো’ নামের স্প্রেটি তৈরি করেছে শুধু তাদের জন্য যারা বিভিন্ন অবসাদে ভোগেন এবং এই অবসাদের সমস্যা কাটাতে প্রচলিত ওষুধ কাজ করে না।

সরকারি অনুমোদন পেয়ে যাওয়ায় এই ধরনের মানুষের জন্য ওষুধটি খুব শীঘ্রই বাজারে আনার পথ খুলে গেল বলে জানিয়েছে এর নির্মাতা সংস্থা। গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬০০০ মানুষের উপরে এটি পরীক্ষা করে দেখা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular