গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। শনিবার (১৮ প্রকাশিত) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনী একটি ‘লকডাউন’ ঘোষণা করার পরিকল্পনা করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।
গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এখনও পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় প্রদান করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, যখন শেখ হাসিনা চীনে যাওয়ার পর তার সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ তীব্র হয়।
নওফেল জানান, ছাত্ররা যখন ‘এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ’ দাবি করছিল, তখন তাকে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। তবে বিক্ষোভ তীব্র হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলেও জানান।