বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

স্নাইপার দিয়ে শিশুকে গুলি, হাসিনার নামে আরও এক হত্যা মামলা

মোহাম্মাদপু‌রে শিশু জোবা‌য়েদ হো‌সেনকে র‍্যাবের হেলিকপ্টার থে‌কে স্নাইপার দি‌য়ে গু‌লি ক‌রে হত্যার অভিযোগে সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দা‌য়ের করেছে শিশু‌টির মামা আব্দুল্লা আবু সাঈদ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে শিশু‌টির মামা আদালতে সি আর মামলা দা‌য়ের করলে মোহাম্মদপুর থানাকে এই মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দিয়েছেন।

এই মামলায় সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের, সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সা‌বেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ মন্ত্রী ও পুলিশ, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের আসামি করা হয়েছে।

অন্যদিকে, শেরেবাংলা থানা এলাকায় গত ৫ আগস্ট শাহাবু‌দ্দিন নামের এক যুবককে হত্যার নি‌র্দেশদাতা হি‌সে‌বে সা‌বেক প্রধানমন্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে সি আর মামলা দা‌য়ের করা হ‌য়। মামলা‌টির বিষ‌য়ে দুপুরের পর আদেশ দেয়ার কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular