স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা !

0
22
epa03142027 Khaleda Zia, the country's former prime minister and leader of the main opposition Bangladesh Nationalist Party (BNP), waves to supporters during a BNP rally at Paltan in Dhaka, Bangladesh, 12 March 2012. Thousands of people supported the Bangladesh's main opposition party call for a general strike for 29 March to press demands for impartial oversight of elections set for 2014. EPA/ABIR ABDULLAH

নিউজ ডেস্ক:

সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

আগামীকাল রবিবার রাত ৯টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। ।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিডি-প্রতিদিন