রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

স্ত্রীকে ‘যৌনদাসী’ বানিয়ে বছরের পর বছর..

নিউজ ডেস্ক:

আইএস জঙ্গিদের বিরুদ্ধে নারীদের যৌনদাসী বানানোর অভিযোগ রয়েছে। এমনকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে এমন অভিযোগ শোনা যায়।
তবে স্ত্রীকে যৌনদাসী করার ঘটনা সম্ভবত পৃথিবীতে বিরল। আর এই বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো ভারতের ব্যাঙ্গালুরু।

দেশটির গণমাধ্যমের খবর, স্ত্রীকে কার্যত ‘যৌনদাসী’ বানিয়ে ফেলেছিলেন ব্যাঙ্গালুরুর সেই বাসিন্দা। এমনকি নিজের শিশুকন্যাকেও বানিয়েছিলেন নিজের বিকৃত কামনার শিকার। বছরের পর বছর এভাবে নির্যাতের পর শেষ পর্যন্ত স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে জামিনের আবেদন নাকচ করে দেয় কর্ণাটক হাইকোর্ট।

তার উপরে হওয়া যৌন নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ওই নারী বলেন, যখন ইচ্ছে শরীরী মিলনে বাধ্য করতেন তাঁর স্বামী। এমনকি ছোট মেয়ের সামনেও বাধ্য করতেন মিলিত হতে। কয়েক বছর ধরে এমন অত্যাচার চলার পর শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই নারী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular