নিউজ ডেস্ক:
স্টোক সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়েছে চেলসি। আন্তোনিও কন্তের দল স্টোক সিটির বিপক্ষে তাদের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। শনিবার ব্রিটানিয়া স্টেডিয়ামে চেলসির হয়ে গোল করলেন উইলিয়ান ও গ্যারি কাহিল৷ স্টোকের হয়ে গোলটি জে ওয়ালটার্সের৷
এদিন বিপক্ষের ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় চেলসি৷ ম্যাচের ১৩ মিনিটেই উইলিয়ান ফ্রি-কিকে গোল করেন তিনি৷ এরপর ৩৮ মিনিটে পেনাল্টিতে গোল শোধ করে স্টোক৷ ওয়ালর্টাস গোলটি করেন৷ ম্যাচের ৮৭ মিনিটে কাহিলের গোলই চেলসিকে আরও একটি জয় পাইয়ে দেয়৷
এই মুহূর্তে ‘দ্য ব্ল্যুজ’ প্রিমিয়র লিগে রাজ করছে৷ এই জয়ের পরে তারা টটেনহ্যামের থেকে ১৩ পয়েন্টে এগিয়ে গেল৷ ২৭ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৫৬৷ চেলসির ঘরে ৬৯ পয়েন্ট৷ স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়র লিগ ঢোকা শুধু সময়ের অপেক্ষা এখন চেলসির জন্য ৷