স্কুলের ৮ শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ !

0
49

নিউজ ডেস্ক:

দুই বছর আগে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছেন এক বাবা। তাও আবার স্কুলের ৮ শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে সেই ধর্ষণের ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বিকানিরে।

ঘটনাটি ২০১৫ সালের এপ্রিলের হলেও কোন এক অজ্ঞাত কারণে শুক্রবার মেয়েটির বাবা জেলার এসপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-ডি (গণধর্ষণ) এবং পকস আইনে মামলা দায়ের করা হয়েছে।