বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সৌন্দর্য নয়, গায়ের গন্ধই আকর্ষণ করে নারীদের, বলছে সমীক্ষা !

নিউজ ডেস্ক:

আপনার চেহারা বা গায়ের রং কেমন, তা তো আর আপনার হাতে নেই! তবে বাকি বেশ কিছু এমন ‘ফ্যাক্টর’ রয়েছে যা একদম পুরুষকে নারীদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে।

ডেটিং সাইট ‘ভিক্টোরিয়া মিলান’ এক সমীক্ষা চালায়, যেখানে ৫০০০-এরও বেশি এমন মানুষ অংশগ্রহণ করেন যাঁরা প্রত্যেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। ১২টি দেশের নারী-পুরুষ এই সমীক্ষার অংশ ছিলেন। এবং সমীক্ষার মূল বিষয় ছিল ‘শরীরের গন্ধ’। অর্থাৎ, প্রত্যেক মানুষেরই এক নিজস্ব গন্ধ রয়েছে যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বা বিকর্ষণ করে।

সমীক্ষার তথ্য অনুয়ায়ী, মোট অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৫৩% জানিয়েছেন যে তাঁদের এমন পুরুষ পছন্দ, যাঁরা কোন পারফিউম ব্যবহার করেন না। অন্যদিকে, ৬৩% পুরুষও একই কথা বলেন।
অন্য এক তথ্যে দেখা গিয়েছে যে, ৭৮% নারীরই অপছন্দ যে সব পুরুষের গায়ে দুর্গন্ধ রয়েছে। যে কারণে ভেঙে গিয়েছে বেশ কিছু সম্পর্ক। সে দিক থেকে পুরুষরা বেশ উদার। তাদের কাছে নারীই বেশি গুরুত্বপূর্ণ, গন্ধ নয়। সূত্র: এবেলা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular