সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যেতে পারে ২৭ মে !

0
41

নিউজ ডেস্ক:

সৌদি আরবে এ বছর রমজান মাস শুরু হতে পারে মে মাসের ২৭ তারিখ থেকে। ধর্মীয় বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর প্রকাশ করেছে। এ বছর রমজান মাস হবে ২৯ দিনের।

সৌদি আরবের জ্যৈষ্ঠ ধর্মীয় বিশেষজ্ঞদের কাউন্সিল সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানি জানিয়েছেন, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এ বছর রমজানের পূর্ববর্তী শাবান মাস হবে ৩০ দিনের। রোজা শেষ হবে ২৪ জুন (শনিবার) এবং ঈদুল ফিতর পালন করা হবে ২৫ জুন (রবিবার)।

মানি আরও বলেন, এ বছর জিলহজ্ব মাসও হবে ২৯ দিনের। এ মাসটি শুরু হবে ২৯ আগস্ট (বুধবার) থেকে। ঈদুল আজহা পালিত হয়ে সেপ্টেম্বর মাসের ১ তারিখে (শুক্রবার)।