নিউজ ডেস্ক:
এবার মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করে শাস্তি দিল সৌদি সরকার। নিয়মাফিক প্রকাশ্যে এই পাকিস্তানিদের শিরশ্ছেদ করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানি নাগরিকরা সৌদি আরবে মাদক চোরাচালানের কাজ করছিল। নিয়ম ভাঙার শাস্তি হিসেবে সৌদি আরবে চরম শাস্তি দেওয়ার প্রথা রয়েছে। সেই মোতাবেক তিন পাকিস্তানিকে শাস্তি দিয়েছে দেশটির সরকার। এখবর জানাচ্ছে সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ(SPA)। চলতি বছর ১৫৩ জন অপরাধীর চরম শাস্তি দেওয়া হয়েছে।
সৌদি আরবে থাকা প্রবাসী পাকিস্তানিদের বিরুদ্ধে প্রায়ই মাদকের চোরাচালান ও বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ ওঠে। ধরা পড়ে তাদের অনেকেই চরম শাস্তি পায়। দেশটির কড়া আইনে মৃত্যুদণ্ডের মতো শাস্তির সেই আওতা থেকে রেহাই পায় না সৌদি রাজপরিবারের সন্তানরা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।